বিএনএ কক্সবাজার: ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ রোহিঙ্গাকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)’র সদস্যরা। এপিবিএনের তৎপরতা দেখে পালিয়ে গেছে আরও ১২ রোহিঙ্গা। দেশীয় অস্ত্র নিয়ে মূলত তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে কক্সবাজারের টেকনাফ উপজেলার ২৬ নম্বর জাদিমোড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, জাদিমোড়া ক্যাম্পের সি-ব্লকের মোহাম্মদ খলিলের ছেলে সৈয়দ নুর (২৮), মৃত বদি আলমের ছেলে নুর বশর প্রকাশ জাহাঙ্গীর (২২), মৃত নুর আহমদের ছেলে আবু বক্কর ছিদ্দিক (৩২), মোহাম্মদ জাকারিয়ার ছেলে মোহাম্মদ সাকের (২৭) ও দিল মোহাম্মদের ছেলে আবু তালেব (৩০)।
সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম।
তিনি বলেন, শুক্রবার রাতে ক্যাম্পে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাত দল। এমন খবরে অভিযান পরিচালনা করে এ ৫ জন রোহিঙ্গাকে দেশীয় অস্ত্র-সস্ত্রসহ আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে আরও ১২ জন ডাকাতের নাম ঠিকানা জানা যায় এবং তারা ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল মর্মে স্বীকার করেছে। পরে তাদের টেকনাফ থানায় হস্তান্তর এবং ১৭ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বিএনএনিউজ/আরকেসি