ঢাকা : নেপাল থেকে বিদ্যুৎ আমদানি ও তাদের সাথে যৌথ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের বিষয়ে সেদেশের রাষ্ট্রদূতের সাথে আলোচনা করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
রবিবার(৮ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী (Ghanshyam Bhandari)-র নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাতে এ আলোচনা হয়।
উপদেষ্টা নেপাল হতে ৪০ মেগাওয়াট হাইড্রো ইলেক্ট্রিক পাওয়ার ক্রয়, নেপালের সাথে যৌথ উদ্যোগে ৬৮৩ মেগাওয়াট সাকোশি-৩ হাইড্রোপাওয়ার প্ল্যান্ট স্থাপন এবং নেপাল’স জিএমআর আপার হাইড্রোপাওয়ার লিমিটেড হতে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য পাওয়ার সেল এগ্রিমেন্টের বিষয়ে রাষ্ট্রদূতের সাথে আলোচনা করেন।
মুহাম্মদ ফাওজুল কবির খান নেপালের রাষ্ট্রদূতকে বলেন, নেপাল বাংলাদেশের দীর্ঘদিনের পুরনো প্রতিবেশী বন্ধু রাষ্ট্র। বাংলাদেশ নেপালের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে সার্কের মাধ্যমে দু’দেশের সম্পর্ক আরো জোরদারের ব্যাপারে এসময় দু’জনের মাঝে আলোচনা হয়।
রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বলেন, নেপাল প্রথম থেকেই ছাত্র আন্দোলনকে স্বীকার করেছে এবং বাংলাদেশের জনগণের সাথে একাত্মতা প্রকাশ করেছে। বাংলাদেশের সাথে নেপালের ভালো সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেন তিনি।
সাক্ষাৎকালে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোঃ হাবিবুর রহমান ও রেলপথ মন্ত্রণালয়ের সচিব আবদুল বাকী উপস্থিত ছিলেন।
বিএনএ, এসজিএন