22 C
আবহাওয়া
৪:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৪
Bnanews24.com
Home » সদরঘাটে রেট চার্ট দৃশ্যমান স্থানে লাগানোর নির্দেশ-নৌ উপদেষ্টা

সদরঘাটে রেট চার্ট দৃশ্যমান স্থানে লাগানোর নির্দেশ-নৌ উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন

ঢাকা:  নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম. সাখাওয়াত হোসেন সদরঘাট এলাকায় কয়েকটি টার্মিনাল কাউন্টার, বরিশাল ও পটুয়াখালীর জন্য নির্দিষ্ট পন্টুন সমূহ এবং ওয়াইজঘাট-সিমসনঘাটের খেয়াঘাট পরিদর্শন করেন। তিনি লঞ্চে গিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং সদরঘাটে যাত্রী হয়রানি হচ্ছে কী না জানতে চান।

শনিবার(৭ সেপ্টেম্বর) বিকালে ৫টার কিছু সময় পর তিনি সেখানে যান। তবে ওই সময়ে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন না। খবর পেয়ে উপদেষ্টা পৌঁছানোর কিছু সময় পর কর্মকর্তারা হাজির হন।

উপদেষ্টা বলেন, কারও কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করলে ব্যবস্থা নেওয়া হবে। রাজস্ব আদায় কার্যক্রম সুষ্ঠুভাবে এবং স্বচ্ছভাবে সম্পাদনের উদ্দেশ্যে সরকার নির্ধারিত রেট চার্ট প্রতিটি ঘাট/পয়েন্টে দৃশ্যমান স্থানে স্থাপনের জন্য নির্দেশনা প্রদান করেন।

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আগামী সাত দিনের মধ্যে সংস্থাটির নিয়ন্ত্রণাধীন প্রতিটি ঘাট/পয়েন্টে সরকার নির্ধারিত রেটচার্ট স্থাপন করা বলে জানান।

এ সময় বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক কবির হোসেন, উপপরিচালক রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ