14 C
আবহাওয়া
১১:০৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » শাটল ট্রেন দুর্ঘটনা, চবিতে সংবাদ সম্মেলন

শাটল ট্রেন দুর্ঘটনা, চবিতে সংবাদ সম্মেলন

শাটল ট্রেন দুর্ঘটনা, চবিতে সংবাদ সম্মেলন

বিএনএ, চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাটল ট্রেন দুর্ঘটনায় সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আলাদা তিন ঘটনায় প্রশাসন বাদী হয়ে তিনটি অজ্ঞাতনামা মামলা করেছেন। এ ঘটনায় আরও মামলা করা হবে বলেও জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি মামলার বিষয়টি নিশ্চিত করেন।

আলাদা তিনটি ঘটনার মধ্যে উপাচার্যের বাসভবন ভাঙচুর, পরিবহন দপ্তরে যানবাহনে ভাঙচুর ও শিক্ষক ক্লাবে ভাঙচুরের ঘটনায় এ মামলা করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার শাটল ট্রেনের ছাদ থেকে পড়ে ১৯ জনের মতো শিক্ষার্থী আহত হয়। এর মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক হলে তাদেরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

আরও পড়ুন: চবির শাটল ট্রেনে গাছের ধাক্কা, আহত ২০

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, চৌধুরীহাট এলাকায় ট্রেনটি পৌঁছালে রেললাইনের সাথে ঝুলে থাকা গাছের ডালের আঘাতে দুর্ঘটনার শিকার হয় শিক্ষার্থীরা।

দুর্ঘটনার পরপর ক্যাম্পাসের মূল ফটকে তালা দিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ করে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। এসময় ৬০টির অধিক বাসে ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করে বলেনি কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে উপাচার্য, উপ-উপাচার্যসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/ সুমন বাইজিদ, বিএম

Loading


শিরোনাম বিএনএ