বিএনএ, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড এলাকায় গাড়ির ধাক্কায় মো. শরিফ খান (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকেএ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শরিফ খানকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মোরসালিন জানান, গুরুতর আহতাবস্থায় যাত্রাবাড়ী পুলিশ তাকে আমার কাছে দিলে আমি ঢামেক হাসপাতালে নিয়ে আসি। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। তার বিস্তারিত কোন কিছু জানা যায়নি৷
বিএনএ/ আজিজুল, ওজি