বিএনএ, চট্টগ্রাম : গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫০৯টি নমুনা পরীক্ষায় ১৩৩ করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নগরে ৮৭ জন এবং উপজেলায় ৪৬ জন। এ নিয়ে মোট আক্রান্ত ১ লাখ ৪৫২ জন। এসময় করোনায় নগরে ২ জন ও উপজেলায় ২ জন মৃত্যুবরণ করেছেন। বুধবার ( ৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
করোনায় চট্টগ্রামে আক্রান্ত ১৯৮, মৃত্যু ৪
ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৮৬টি নমুনা পরীক্ষায় ১৫ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪৮০টি নমুনা পরীক্ষায় ২৮ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ২১৩টি নমুনা পরীক্ষায় ৩০ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৪৬ টি নমুনা পরীক্ষায় ২৯ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫৯টি নমুনা পরীক্ষায় ৫ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৭৫টি নমুনা পরীক্ষায় ৫ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৬টি নমুনা পরীক্ষায় ২ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৮টি নমুনা পরীক্ষায় ৪ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ৭৭টি নমুনা পরীক্ষায় ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।
একইদিন এন্টিজেনে ২৫টি, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩টি ও ল্যাব এইডে ২টি নমুনা পরীক্ষায় কোন করোনা রোগী শনাক্ত হয়নি।
চট্টগ্রামের করোনার আজকের আপডেট নিউজ
উপজেলায় ৯৬ জনের মধ্যে লোহাগাড়ায় ১০ জন, সাতকানিয়ায় ৮ জন, বাঁশখালী ১ জন, আনোয়ারায় ১৫ জন,পটিয়া ২ জন, বোয়ালখালী ১০ জন, রাউজান ২৬ জন, ফটিকছড়ি ২ জন, হাটহাজারী ১৪ জন, সীতাকুণ্ড ৩ জন ও মিরশ্বরাই ৫ জন। চন্দনাইশ, রাঙ্গুনিয়া ও সন্দ্বীপ উপজেলায় গত ২৪ ঘন্টায় কেউ করোনায় আক্রান্ত হয় নি।
চট্টগ্রামে করোনা আপডেট
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৩৩ জন বেড়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ হাজার ৪৫২ জন। যাদের মধ্যে নগরে ৭২ হাজার ৮৯১ জন এবং উপজেলায় ২৭ হাজার ৫৬১ জন। একই সময় করোনায় ৪ জনের মৃত্যুসহ মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৫৯ জন। যাদের মধ্যে নগরে ৭০০ জন ও উপজেলায় ৫৫৯ জন।
বিএনএনিউজ২৪/ আমিন,জিএন