26 C
আবহাওয়া
৬:৫০ অপরাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

বিএনএ রাজধানী: রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) ভোরে রাজধানী সুপার মার্কেট মসজিদের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মাসুদ মিয়া (৩০) ও নাসির হোসেন (৩৮)।

ওয়ারী থানার উপ পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে টিকাটুলীর রাজধানী সুপার মার্কেট মসজিদের কাছে হানিফ ফ্লাইওভার থেকে তাদেরকে উদ্ধার করা হয়। সেখানে একটি আরওয়ান ফাইভ মোটরসাইকেলসহ রাস্তায় রক্তাক্ত অবস্থায় পরে ছিলে এই দুইজন। পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এসআই মিজানুর আরও জানান, তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের দেয়ালে গিয়ে আছড়ে পড়েন। এতে তাদের মাথায় আঘাত লাগে। কান ও মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়।মোটরসাইকেলের সামনে পুলিশ লেখা রয়েছে। তবে, ধারণা করা হচ্ছে তারা পুলিশের কেউ না। কোনো ওয়ার্কশপ থেকে গাড়িটি নিয়েছে। মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ