27 C
আবহাওয়া
৬:৩৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার

রাজধানীতে নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার

টেকনাফের মেরিনড্রাইভ থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

বিএনএ, ঢাকা : রাজধানীর কাফরুল এলাকা থেকে কামাল হোসেন(৩২) নামে এক নির্মাণ শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে দক্ষিণ কাফরুল ৪৫৪ নম্বর নির্মাণাধীন বাড়ির আন্ডারগ্রাউন্ড থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত কামাল ভোলা জেলার বাসিন্দা জালাল আহমেদের ছেলে। তিনি ওই নির্মাণাধীন ভবনে থাকতনে এবং রড মিস্ত্রির কাজ করতেন বলে জানায় পুলিশ।
কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমদাদুল হক জানান, মরদেহ দেখে তিন-চারদিন আগে তাকে ভারীবস্ত দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অর্ধগলিত মরদেহের দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেয় স্হানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আর জানান, মরদেহ দেখে ধারণা করা হচ্ছে, তাকে কয়েকদিন আগে কে বা কারা হত্যা করেছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মৃতের দেহ থেকে আলামত সংগ্রহ করেন। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে পরে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএনিউজ২৪.কম/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ