25 C
আবহাওয়া
৬:২৩ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » লোহাগাড়ায় পানির স্রোতে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

লোহাগাড়ায় পানির স্রোতে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

লোহাগাড়ায় পানির স্রোতে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ায় বন্যার পানির স্রোতে নিখোঁজ হওয়া জুনায়েদুল ইসলাম জারিফের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) বিকালে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের জনকল্যাণ এলাকার বাড়ির পাশে বিলের পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে গত রাত ২টার সময় পরিবার নিয়ে নিজ বাড়ি থেকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় তীব্র পানির স্রোতে ভেসে যায় জারিফ।

নিহত জারিফ ওই এলাকার জুলফিকার আলী ভোট্টুর ছেলে। সে চন্দনাইশ বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ১ম বর্ষের ছাত্র ছিল।

স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম জানান, জারিফ গতরাতে নিখোঁজ হওয়ার পর থেকে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি। আজ বিকালে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির সামনের বিলে পানি নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ