29 C
আবহাওয়া
৪:১৯ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » কাস্টমস কমিশনার এনামুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কাস্টমস কমিশনার এনামুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হকে

আদালত প্রতিবেদক :  সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হকের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এরআগে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৮ জুলাই ২০২৪) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।

এর আগে, বৃহস্পতিবার (৪ জুলাই) সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হকের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলায় আট কোটি ৯৫ লাখ ৪৪ হাজার ৫০০ টাকার জমি ও ফ্ল্যাট ক্রোকের আদেশ দেন আদালত।

আরও পড়ুন : মতিউরের পরিবারের নামে ফ্ল্যাটসহ জমি ক্রোকের আদেশ

ক্রোককৃত সম্পত্তির মধ্যে রয়েছে, রাজধানীর গুলশান থানার জোয়ার সাহারা  এলাকায় ৬১ লাখ টাকার তিন কাঠা জমি, খিলক্ষেতে ৭ লাখ ৮৪ হাজার টাকার ৩৩ শতাংশ জমি, কাকরাইলের আইরিশ নূরজাহানে কমন স্পেসসহ ১১৭০ বর্গফুটের ফ্ল্যাট, যার মূল্য ২৮ লাখ ৩০ হাজার ৫০০ টাকা, একই ভবনে কারপার্কি স্পেসহ ১৮৩৫ বর্গফুটের ফ্ল্যাটের মূল্য ৫১ লাখ ২৯০০ হাজার টাকা। সূত্র : নয়া দিগন্ত।

আরও পড়ুন : সরকারি চাকুরেদের সম্পদের হিসাব দাখিলের নির্দেশ হাইকোর্টের

এসজিএন

Loading


শিরোনাম বিএনএ