19 C
আবহাওয়া
১:১৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » শেখ হাসিনার জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

শেখ হাসিনার জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী


বিএনএ, বাহ্মণবাড়িয়া : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার হিসেবে সুস্বাদু আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। শনিবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আনারসগুলো গ্রহণ করেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয়ের প্রতিনিধি নবুল সনোয়াল। তার কাছে আনারস হস্তান্তর করেন ত্রিপুরা হর্টিকালচারের পরিচালক ড. ফনি ভূষণ জমাতিয়া।

ত্রিপুরা সরকারের উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের অধিকর্তা ড. ফনি ভূষণ জমাতিয়া সীমান্তে উপস্থিত সংবাদমাধ্যমকে বলেন, মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে মোট ৭০০ পিস কিউ জাতের সুস্বাদু আনারস পাঠানো হয়েছে। মোট ১০০টি বাক্সের মধ্যে করে এগুলো পাঠানো হয়েছে। এক একটি বাক্সের মধ্যে সাতটি করে আনারস হয়েছে। এ ধরনের প্রীতি উপহার উভয় দেশের মধ্যে মৈত্রী সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

এর আগে গত ১৫ জুন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আখাউড়া স্থলবন্দর দিয়ে ৫০০ কেজি আম উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনাহেনা।

Loading


শিরোনাম বিএনএ