19 C
আবহাওয়া
২:০২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ১৪২ রানে হেরে সিরিজ খোয়ালো বাংলাদেশ

১৪২ রানে হেরে সিরিজ খোয়ালো বাংলাদেশ


বিএনএ, চট্টগ্রাম : মুশফিকুর রহিমের আউটের সাথে সাথেই আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। মুশফিক যখন ৬৯ রানে আউট হন, সবক’টি উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ তখন ১৮৯ রান।

চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের কাছে পাত্তাই পায়নি টাইগাররা, হেরেছে ১৪২ রানের বিশাল ব্যবধানে।

৪৩.২ ওভারে দলীয় ১৮৯ রানে আউট হন মুশফিক। ৮৫ বলে ১৫টি বাউন্ডারির সাহায্যে মুশফিক সর্বোচ্চ ৬৯ রানে নবম ব্যাটসম্যান হিসেবে আউট হলে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস।

সিরিজের প্রথম ম্যাচে ১৭ রানে জয় পায় আফগানিস্তান। আজ দ্বিতীয় ম্যাচে রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের জোড়া সেঞ্চুরি এবং ফজল হক ফারুকি ও মুজিব উর রহমানের বোলিং নৈপুণ্যে ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে আফগানরা।

শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ৩৩১ রান করে আফগানিস্তান। দলের হয়ে ১২৫ বলে ১৩টি চার আর ৮টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ১৪৫ রান করেন রহমানউল্লাহ গুরবাজ।

এছাড়া ১১৯ বলে ৯টি চার আর একটি ছক্কার সাহায্যে ১০০ রান করেন আরেক ওপেনার ইব্রাহিম জাদরান।

বিএনএ/ ওজি/ হাসনাহেনা

 

Loading


শিরোনাম বিএনএ