19 C
আবহাওয়া
২:০৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় শ্রমিকের মৃত্যু

যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় শ্রমিকের মৃত্যু

যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় শ্রমিকের মৃত্যু

বিএনএ, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় গাড়ির ধাক্কায় রিপন মিয়া (৩৭) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (৮ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহত ব্যক্তির নাম জানা যায়। তিনি ফরিদপুরের সদরপুর থানার ডিগ্রির চর গ্রামের মো. ইসাহাক মিয়ার ছেলে। বর্তমানে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় থাকতেন। ওই এলাকায় একটি ফ্যান তৈরির কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। কি গাড়ীর ধাক্কায় তিনি নিহত হয়েছেন তা তদন্ত করা হচ্ছে।

বিএনএ/ আজিজুল, ওজি/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ