স্পোর্টস ডেস্ক: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ১৭ রানে হেরে ১-০তে পিছিয়ে থাকে বাংলাদেশ।
নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল দেড় মাসের ছুটিতে থাকায় অধিনায়কত্ব করবেন লিটন দাস। তার সঙ্গে উদ্বোধনী জুটিতে দেখা যেতে পারে রনি তালুকদারকে। আর তিন, চার ও পাঁচে দেখা জেতে পারে যথাক্রমে শান্ত, সাকিব ও তাওহিদ হৃদয়কে। এরপর ছয়ে মুশফিক এবং তার সঙ্গে ফিনিশিংয়ে ব্যাটিং করতে দেখা জেতে পারে আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজকে।
এদিকে ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ দল অবস্থান করছে সাত নম্বরে আর আফগানিস্তান নয় নম্বরে। র্যাঙ্কিংয়ের মতো এই দুই দলের লড়াইতেও এগিয়ে বাংলাদেশ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
লিটন দাস (অধিনায়ক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।
বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনাহেনা