25 C
আবহাওয়া
৭:০৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

বিএনএ, ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে একটি প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে মো. শাহিন আহমেদ (৩৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (৮ জুলাই) ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী মন্টি বলেন, কামরাঙ্গীরচর লোহার ব্রিজের গোড়ায় ‘বিক্রমপুর প্লাস্টিক’ নামে একটি কারখানার শ্রমিক হিসেবে কাজ করেন তারা। ভোরে ক্রেনের সাহায্যে ট্রাক থেকে ভারী মেশিন নামাচ্ছিলেন। এ সময় মেশিনটি ধরেছিলেন শাহীনসহ আরও এক শ্রমিক। তখন পাশের বিদ্যুতের তারের সাথে ক্রেনের সংস্পর্শ হয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয় তারা দুজন। সঙ্গে সঙ্গে তাদের ঢাকা মেডিকেল নিলে শাহীনকে মৃত ঘোষণা করা হয়। তবে প্রাথমিক চিকিৎসা শেষে অপরজনকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

নিহতের শাহীনের বাড়ি ফরিদপুর জেলায়। তার বাবার নাম মজিবর। বর্তমানে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ এলাকায় থাকতেন বলে জানা গেছে।

বিএনএ/এমএফ/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ