24 C
আবহাওয়া
১:৪৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » দেশের সাংবাদিকরা এখন স্বাধীন : পানি সম্পদ প্রতিমন্ত্রী

দেশের সাংবাদিকরা এখন স্বাধীন : পানি সম্পদ প্রতিমন্ত্রী

পানি সম্পদ প্রতিমন্ত্রী

বিএনএ, বরিশাল : পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামিম এমপি বলেছেন, বাংলাদেশের সাংবাদিকরা যেটা ইচ্ছা সেটা লিখতে পারে। বাক স্বাধীনতায় এদেশে কোন বাঁধা নেই। আমরা কারো রক্তচক্ষুকে ভয় পাই না। বরিশাল নগরীর উন্নয়নে নব-নির্বাচিত মেয়রকে যা সহযোগিতা দরকার সব করা হবে।

শুক্রবার (৭ জুলাই) বিকেলে বরিশাল সার্কিট হাউজে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রদত্ত সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরিশাল সাংবাদিক ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহেল মারুফ।

অনুষ্ঠানের প্রধান বক্তা নব নির্বাচিত সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত বলেন, শপথ গ্রহণ করে আমি বরিশাল নগরের উন্নয়নে কাজ শুরু করেছি। মন্ত্রী, সচিবদের সঙ্গে দেখা করেছি। নগরবাসীর কাছে যে অঙ্গিকার করেছি তা পালন করা হবে।

চেক বিতরন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক খান রফিকের সঞ্চালনায় চেক বিতরন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আ’লীগ নেতা অ্যাড. লস্কর নুরুল হক, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভংকর চক্রবর্তী, যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন, সাংবাদিক নেতা কাজী মিরাজ মাহমুদ, আবুল কালাম আজাদ, মুফতি সালাউদ্দিন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, ছাত্রনেতা মঈন তুষার, অসীম দেওয়ান, জসীম উদ্দীন প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিদের অভ্যর্থনা জানান বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। অনুষ্ঠানে ৩১জন পেশাজীবি সাংবাদিকের মধ্যে চেক বিতরন করা হয়েছে।

 

বিএনএনিউজ/ সাইয়েদ কাজল/ এইচ.এম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ