25 C
আবহাওয়া
১:৪১ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » শ্বাসরোধে বাসের বাক্সে ১৮ ছাগলের মৃত্যু

শ্বাসরোধে বাসের বাক্সে ১৮ ছাগলের মৃত্যু

শ্বাসরোধে বাসের বাক্সে ১৮ ছাগলের মৃত্যু

বিএনএ,ঢাকা : অতিরিক্ত গরম ও শ্বাসরোধ হয়ে বাসের বক্সে থাকা ১৮টি ছাগল মারা গেছে। বৃহস্পতিবার ( ৭ জুলাই ) রাত ১১টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বগাবাড়ী বাজার এমেরিকান প্লাজার সামনে মৃত ছাগলগুলো ফেলে রেখে যায় বেপারী। প্রতিটি ছাগলের দাম ১৬/১৭ হাজার টাকা। এসব ছাগলের মুখ থেকে রক্ত বের হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ইউসুফ আলী জানান, গতকাল রাত ১১টার দিকে ঢাকার দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। কিন্তু তীব্র যানজটের কারণে বাসটি আমেরিকান প্লাজার সামনে থেমে যায়। পরে বাসের ভেতর থেকে কয়েকজন নেমে বক্স খুলে একে একে ১৮টি মৃত ছাগল বের করে রাস্তার পাশেই ফেলে রাখে। এসময় ছাগলগুলোর মালিক চিৎকার করে কাঁদতে থাকেন।

‘২০টি ছাগল কোরবানির হাটে বিক্রি করার জন্য পাবনা থেকে ঢাকা নিয়ে যাচ্ছিলেন ওই বেপারী। যার মধ্যে ১৮টি মারা গেছে। তবে ১৭টি ফেলে রেখে গেছে সড়কের পাশেই। দুইটি ছাগল কোনো রকম বেঁচে থাকায় তাদের পানি পান করিয়ে বাসের ভেতরে তুলে নিয়ে গেছেন। প্রত্যেকটি দাম আনুমানিক ১৫/১৬ হাজার টাকার মতো হবে।’ – বলেন তিনি।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ