বিএনএ, বিশ্বডেস্ক : বক্তব্য দেয়ার সময় গুলিবিদ্ধ হয়েছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে। স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ দেশটির পশ্চিমাঞ্চলের নারা শহরে প্রচার কর্মসূচির সময় এই গুলির ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের বরাত দিয়ে বিবিসির খবরে জানানো হয়েছে বক্তব্য দেওয়ার সময় পেছন থেকে শিনজো আবেকে গুলি করা হয়। এরপর তাঁর রক্তপাত শুরু হয়।
খবরে বলা হচ্ছে, সে সময় পর পর দুটি গুলির শব্দ শোনা যায়। গুলিবিদ্ধ আবেকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে একজন পুরুষ সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম।