23 C
আবহাওয়া
১২:৫৮ অপরাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » নারায়নগঞ্জে হাশেম ফুড কারখানায় আগুন, নিহত ২

নারায়নগঞ্জে হাশেম ফুড কারখানায় আগুন, নিহত ২

নারায়নগঞ্জে হাশেম ফুড কারখানায় আগুন নিহত ২

বিএনএ, নারায়নগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা কর্ণগোপ এলাকায় হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ কারখানায় আগুন লেগেছে। বৃহস্পতিবার বিকেলে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট। অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন শ্রমিক মারা গেছেন।

নিহত দুই জন হলেন, স্বপ্না রানী (৪৫) ও মিনা আক্তার (৩৩) । স্বপ্না রাণী সিলেটের বাসিন্দা যতি সরকারের স্ত্রী, মিনা আক্তার রূপগঞ্জের গোলাকান্দাইল নতুন বাজার এলাকার হারুন মিয়ার স্ত্রী।

নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল আল আরিফিন জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ডেমরা, কাঞ্চন থেকে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে।

রাত ৮টার দিকে জানা যায়, আগুন সাত তলা ভবনের ছয় তলা পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে কাজ করছে দমকলকর্মীরা।

এ ঘটনায় আহত ১৫ জন শ্রমিককে স্থানীয় ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ