27 C
আবহাওয়া
৩:২২ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনায় একদিনে আক্রান্ত ৭১৩, প্রাণহানি ৯

চট্টগ্রামে করোনায় একদিনে আক্রান্ত ৭১৩, প্রাণহানি ৯


বিএনএচট্টগ্রাম : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ( মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ২ হাজার ১০৯টি নমুনা পরীক্ষায় করোনা রোগে আক্রান্ত হয়েছে ৭১৩ জন। আক্রান্তদের মধ্যে নগরে ৪৭৭ জন এবং উপজেলায় ২৩৬ জন। এ নিয়ে করোনায় মোট আক্রান্ত হয়েছে ৬২ হাজার ৯১৩ জন। একই সময় করোনায় আক্রান্ত হয়ে নগরে ২ জন এবং উপজেলায় ৭ জন মৃত্যুবরণ করেছে। বৃহস্পতিবার (৮ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১২৭টি নমুনা পরীক্ষায় ৭৫ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৬৪৭টি নমুনা পরীক্ষায় ১৪৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৭৮টি নমুনা পরীক্ষায় ৬২ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৬০টি নমুনা পরীক্ষায় ৫৩ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে ৩৮টি নমুনা পরীক্ষায় ২৪ জন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪০টি নমুনা পরীক্ষার ফল নেগেটিভ, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১২২টি নমুনা পরীক্ষা ৪৪ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৮২টি নমুনা পরীক্ষায় ৪৫ জন,  চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৮টি নমুনা পরীক্ষায় ২৫ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ৫১টি নমুনা পরীক্ষায় ১৮ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ১০১টি নমুনা পরীক্ষায় ৫১ জন এবং এন্টিজেনে ৪৭৬টি নমুনা পরীক্ষায় ১৮৪ জন করোনা রোগে আক্রান্ত হয়েছে।

উপজেলায় ২৩৬ জনের মধ্যে লোহাগাড়ায় ৭ জন, সাতকানিয়ায় ১২ জন, বাঁশখালী ৫ জন, আনোয়ারায় ৬ জন, চন্দনাইশ ১৩ জন, পটিয়া ০ জন, বোয়ালখালী ১৪ জন, রাঙ্গুনিয়া ৯, রাউজান ২৭ জন, ফটিকছড়ি ২০ জন, হাটহাজারী ৫৮ জন, সীতাকুণ্ড ৩৩ জন, মিরশ্বরাই ১৭ জন ও সন্দ্বীপ ১০ জন।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৭১৩ জন বেড়ে করোনা রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ৯১৩ জন। যাদের মধ্যে নগরে ৪৮ হাজার ৭৭২ জন এবং উপজেলায় ১৪ হাজার ১৪১ জন। একই সময় করোনা রোগে ৯ জনের মৃত্যুসহ মোট মৃত্যুর সংখ্যা  বেড়ে দাঁড়িয়েছে ৭৪৪ জন। যাদের মধ্যে নগরে ৪৮৬ জন এবং উপজেলায় ২৫৮জন।

বিএনএনিউজ২৪/ আমিন

Loading


শিরোনাম বিএনএ