17 C
আবহাওয়া
৭:৫৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » পারকি সৈকতে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির মরদেহ

পারকি সৈকতে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির মরদেহ


বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকী সমুদ্র সৈকতে ভেসে এলো অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মরদেহ।

বৃহস্পতিবার (০৮ জুন) পারকি সৈকতের দক্ষিণ পাশ এলাকায় বিকেল ৪টার সময় মরদেহটি ভেসে আসে। জোয়ারের পানিতে এই মরদেহ ভেসে আসে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্।

তিনি জানান, আজ বিকেলে জোয়ারে পানিতে অজ্ঞাত ব্যাক্তির মরদেহটি ভেসে আসলে প্রত্যক্ষদর্শীরা খবর দেয়। পরে আমি সরেজমিনে পরিদর্শন করে থানা এবং নৌ-পুলিশকে খবর দিয়েছি।

বারআউলিয়া ঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ কাইসার মাতুব্বর বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাচ্ছি। মরদেহের পরিচয় পাওয়া না গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএ/ এনামুল হক নাবিদ,ওজি

Loading


শিরোনাম বিএনএ