16 C
আবহাওয়া
১০:৪৪ অপরাহ্ণ - জানুয়ারি ১, ২০২৫
Bnanews24.com
Home » বান্দরবানে গুলিবিদ্ধ ৩ জনের মরদেহ উদ্ধার

বান্দরবানে গুলিবিদ্ধ ৩ জনের মরদেহ উদ্ধার

সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

বিএনএ, বান্দরবান: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়ন থেকে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ মে) বিকেলে পাইংক্ষ্যং পাড়া থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রোয়াংছড়ি থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল থেকে পাইক্ষ্যংপাড়া এলাকায় পাহাড়ি দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। উভয় পক্ষের গোলাগুলির ঘটনায় এ তিনজন নিহত হতে পারেন।

রোয়াংছড়ি থানা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পাইক্ষ্যং পাড়া এলাকা থেকে অজ্ঞাত তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

বান্দরবানের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বাংলানিউজকে জানান, মরদেহগুলো ঘটনাস্থল থেকে রোয়াংছড়ি সদর থানায় নিয়ে আসা হচ্ছে। তাদের পরিচয় ও বিস্তারিত জানতে পুলিশ কাজ শুরু করেছে। শীঘ্রই বিস্তারিত জানা যাবে বলে আশা করা হচ্ছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ