‘আওয়ামী লীগ বিএনপির সঙ্গে খেলতে চায়, কিন্তু তারা বারবার পালিয়ে যেতে চায়। আওয়ামী লীগ চায় বিএনপিসহ সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে’।
সোমবার (৮ মে) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমন মন্তব্য করেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘বিএনপি নেতারা নির্বাচন প্রতিহত করা, নির্বাচন বর্জন করার ঘোষণা দিয়েছে। বিএনপি নির্বাচন বর্জন করতে পারে। কিন্তু নির্বাচন ঠেকিয়ে দেয়ার ধৃষ্টতা দেখাতে পারে না।
বিশ্ব অঙ্গনে জননেত্রী শেখ হাসিনা কোথায় পৌঁছেছেন, সেটি বুঝতে নিশ্চয়ই বিএনপি সক্ষম হয়েছে। সেটি অনুধাবন করতে সক্ষম না হলে বিএনপি ভুল করবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
ড. হাছান মাহমুদ বলেন, ‘আসলে বিএনপি এমন একটি ব্যবস্থা চায়, যার মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় বসানো যায়; সেটি সম্ভব নয়। সংবিধান অনুসারেই নির্বাচন কমিশনের অধীন আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতান্ত্রিক দেশের নির্বাচনের মতোই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
বিএনএনিউজ২৪,জিএন