18 C
আবহাওয়া
১:০৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৩ কিশোরের

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৩ কিশোরের

মোটরসাইকেল

বিএনএ ডেস্ক: গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন কিশোর নিহত হয়েছেন। রোববার (৭ মে) দিনগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার সোনাশুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো— উপজেলার ছুটফা গ্রামের জামি শেখ (১৭), হাসান সরদার (১৮) এবং তাজিম শেখ (১৬)।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন মাস্টার স.ম আরিফুল হক জানান, গোপালগঞ্জ শহর থেকে একটি মোটরসাইকেলে করে তিন কিশোর বাড়িতে ফিরছিল। সোনাশুর এলাকায় বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক ধাক্কা দিলে মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। এতে আগুন ধরে যায় মোটরসাইকেলটিতে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় জামি শেখ। গুরুতর আহত হাসান ও তাজিমকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে তাদের অবস্থা বেগতিক হলে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তারা দুজন মারা যায়।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ