বিএনএ, বিশ্বডেস্ক : ইউক্রেনের কারাগার থেকে মুক্ত তিন রুশ পাইলট রাশিয়ায় ফিরেছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা ঘোষণা করেছে।
অন্যদিকে ইউক্রেন জানিয়েছে, তাদের ৫০ যোদ্ধা যারা ন্যাশনাল গার্ডের সদস্য রাশিয়া থেকে মুক্ত হয়ে ফিরেছে।
এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, জটিল আলোচনা প্রক্রিয়ার মধ্যদিয়ে এই তিন পাইলটের মুক্তি নিশ্চিত করা হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অফ স্টাফ আন্দ্রে আরমাক বলেছেন, রাশিয়ার কারাগার থেকে যেসব সেনা সদস্য দেশে ফিরেছেন তার মধ্যে তিনজন নারী ছিলেন। তিনি জানান, মুক্তি পাওয়া সেনাদের সবাই ন্যাশনাল গার্ডের সদস্য।
বিএনএনিউজ/এইচ.এম।