বিএনএ, বিশ্বডেস্ক : করোনার প্রকোপ ঠেকাতে ঠেকাতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার সাত দেশের কর্মী ও পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মালদ্বীপ। শনিবার (৮ মে) দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞার কথা ঘোষণা করে।
যে সাত দেশের নাগরিকরা মালদ্বীপে প্রবেশ করতে পারবে না সেগুলো হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল ও ভুটান।
মালদ্বীপের ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার থেকে দক্ষিণ এশিয়ার সাতটি দেশের পর্যটকদের মালদ্বীপে প্রবেশ ও অবস্থানের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে। এর পাশাপাশি এই দেশগুলোর ওয়ার্ক পারমিটধারী ব্যক্তিদের মালদ্বীপে পৌঁছানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।
বিএনএনিউজ/এইচ.এম।