21 C
আবহাওয়া
৪:১৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদের অবস্থা সংকটাপন্ন

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদের অবস্থা সংকটাপন্ন

মোহাম্মদ নাশিদ

বিএনএ,বিশ্বডেস্ক : বোমা হামলায় আহত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ নাশিদের (৫৩) অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার সন্ধ্যায় মালদ্বীপের রাজধানী মালের জনবহুল এলাকায় স্পিকারের বাসভবনের সামনে বোমা বিস্ফোরণ ঘটে। এতে গুরুতর আহত হন মোহাম্মদ নাশিদ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নাশিদের জীবন বাঁচাতে ১৬ ঘণ্টা ধরে দেহের বিভিন্ন অংশে অস্ত্রোপচার করা হয়েছে। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তার অবস্থা এখনো সংকটাপন্ন। নাশিদকে হাসপাতালে নেওয়ার পর থেকে একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তবে এখনো পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি। ঘটনাটিকে ‘সন্ত্রাসী’ হামলা হিসেবে দেখছে মালদ্বীপের পুলিশ।
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ