বিএনএ, ঢাকা : দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১১ হাজার ৮৭৮ জন। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও এক হাজার ২৮৫ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন সাত লাখ ৭২ হাজার ১২৭ জন।
শনিবার (৮ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৪ হাজার ৭০৩টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও এক হাজার ২৮৫ জনকে শনাক্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৫ জনের মধ্যে ২৬ জন পুরুষ ও ১৯ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে দুই জনের বয়স ০-১০ বছরের মধ্যে, দুই জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, সাত জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ১২ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ২২ জন।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৪৯২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন সাত লাখ ছয় হাজার ৮৩৩ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৫৬ লাখ ১৩ হাজার ৯৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৫৪ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৫৪ শতাংশ।
বিএনএনিউজ/এইচ.এম।