বিএনএ, ঢাকা : সরকার ঘোষিত ঈদের ৩ দিনের ছুটি বাড়িয়ে ১০ দিনের ছুটির দাবিতে রাজধানীর মিরপুরসহ কয়েকটি স্থানে বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিকরা।
শনিবার সকালে কাফরুল, ভাষাণটেক, মিরপুর ১০ নম্বর গোল চত্বর পর্যন্ত বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে ১০ দিনের ঈদের ছুটির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাকিজুর রহমান বলেন, ১০ দিনের ছুটির দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকরা। কাফরুল ও ভাষাণটেক এলাকায় মূলত বেশ কয়েকটি কারাখানার শ্রমিকরা অবস্থান নিয়েছেন।
বিএনএনিউজ/জেবি