19 C
আবহাওয়া
৩:২১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে ৩ জুয়াড়ি গ্রেপ্তার

চট্টগ্রামে ৩ জুয়াড়ি গ্রেপ্তার

চট্টগ্রামে ৩ জুয়াড়ি গেপ্তার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে জুয়া খেলার আসর থেকে তিন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ( ৭ মে) রাতে নগরের চান্দগাঁও থানার ইয়াছিন হাজির বাড়ির ক্লাবের পেছনে রিকশার গ্যারেজ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-মো. ইলিয়াছ (৪৫), মো. জাফর (২৮) ও মো. রানা (৩০)। এ সময় তাদের কাছ থেকে নগদ ৩ হাজার ৫৫০ টাকা এবং বিভিন্ন রঙের ৪৮টি তাস উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের এডিসি আবু বকর সিদ্দিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।  এ সময় জুয়ার আসর থেকে কৌশলে ৬ জন পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে থানায় মামলা করা হয়েছে।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ