28 C
আবহাওয়া
৪:১৬ অপরাহ্ণ - জানুয়ারি ৬, ২০২৫
Bnanews24.com
Home » টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ আটক ১

টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ আটক ১


বিএনএ,কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলায় ২০ হাজার পিস ইয়াবাসহ রফিক মিয়া(১৯) নামে একজন মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেন বিজিবি’র টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

আটক যুবক উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী নয়াপাড়া এলাকার আহম্মদ রহিমের ছেলে।

খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মায়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবি নাফ নদী এলাকায় অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে নাফ নদী শূন্য লাইন অতিক্রম করে ৩/৪ জন ব্যক্তি বেড়িবাঁধের দিকে আসতে দেখে বিজিবির সদস্যরা তাদের থামার জন্য নিদের্শ দেন। এসময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা কালে টহলদল তাদের মধ্যে থেকে একজনকে কে আটক করে। অপর মাদক  কারবারিরা দ্রুত নাফ নদী দিয়ে মায়ানমার সীমান্তে পালিয়ে যায়। এ সময় আটককৃত মাদক কারবারির তথ্য মতে প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার ইয়াবা ও আটককৃত যুবককে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি’র এই কর্মকর্তা।
বিএনএ/ শাহীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ বন্ধ হওয়া উচিত: সংস্কার কমিশন পদত্যাগ করতে যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পুলিশ ভেরিফিকেশন বাতিলের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা সাদা পোশাকে ডিবি কাউকে আটক করতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা উদ্বোদন হলো ‘রিভারস্টোন রেস্টুরেন্ট’ শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারি পূর্বাচলে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার চট্টগ্রাম আদালতে ১ হাজার ৯১১টি মামলার নথি গায়েব! ৩৪ বন্দিকে মুক্তি দিতে প্রস্তুত হামাস প্যালেস্টাইন কর্তৃপক্ষ ও ইসরায়েল কতবার আল জাজিরার কার্যক্রম বন্ধ করেছে?