24 C
আবহাওয়া
৫:১৫ পূর্বাহ্ণ - এপ্রিল ১৮, ২০২৫
Bnanews24.com
Home » ব্যবসাপ্রতিষ্ঠানে ভাংচুর-লুটপাট, সমন্বয়কসহ ১৪ জন গ্রেপ্তার

ব্যবসাপ্রতিষ্ঠানে ভাংচুর-লুটপাট, সমন্বয়কসহ ১৪ জন গ্রেপ্তার


বিএনএ, ঢাকা : রাজধানীর কলাবাগান থানা এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে সমন্বয়ক পরিচয় দেওয়া ১৪ তরুণকে আটক করেছে যৌথ বাহিনী। তাদের কলাবাগান থানায় হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) রাতে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জানান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমানসহ বিভিন্ন পদের ১৪ জনকে আটক করা হয়েছে। তাঁরা রাজধানীর রাসেল স্কয়ারে শেখ কবির নামের এক ব্যবসায়ীর অফিসে হামলা ও ভাঙচুর করেছেন। এ সময় তারা কিছু টাকাপয়সা ও চারটি কম্পিউটার নিয়ে যায় বলে অভিযোগ এসেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মামলার আগে এ বিষয়ে আর কিছু বলতে পারব না।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ