বিএনএ, ফেনী : “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন”এই স্লোগানকে সামনে রেখে ফেনীতে বিপিডব্লিউএনের আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বুধবার (৮ মার্চ) সকালে ফেনী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে থেকে শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে পৌঁছে শেষ হয়। উক্ত শোভাযাত্রায় অংশগ্রহণ করে মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা এবং বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক ফেনী শাখার নারী পুলিশ সদস্য।
এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাসুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা, সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট লিখন বনিক,ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি নিজাম উদ্দিন সহ প্রসাশনের কর্মকর্তাবৃন্দ।
বিএনএনিউজ/এবিএম নিজাম উদ্দিন/এইচ.এম।