21 C
আবহাওয়া
৯:৪৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » গুলিস্তানে বিস্ফোরণ: দ্বিতীয় দিনের উদ্ধারকাজ শুরু

গুলিস্তানে বিস্ফোরণ: দ্বিতীয় দিনের উদ্ধারকাজ শুরু


বিএনএ, ঢাকা: রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারের বিস্ফোরণ হওয়া ভবনটিতে দ্বিতীয় দিনের উদ্ধার কাজ শুরু করেছে সেনাবাহিনীর সদস্যরা। বুধবার (৮ মার্চ) সকাল ৯টার পর সেনা সদস্যদের নেতৃত্বে উদ্ধারকাজ শুরু হয়।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক দীনমনি শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মঙ্গলবার রাত ১১টায় আমরা ভবনটিতে উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করি। এ সময় আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি বিস্ফোরণের ফলে ভবনটির বেজমেন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং যে কোনো সময় ধসে পড়তে পারে। এ অবস্থায় ভবনটিতে উদ্ধার অভিযান চালানো খুবই ঝুঁকিপূর্ণ।’

দীনমনি শর্মা বলেন, ‘সেনাবাহিনীর লোকজন ভবনটিকে সাময়িকভাবে স্টেবল করবে। ভবনটি স্টেবল হওয়ার পর আমরা পুনরায় উদ্ধার অভিযান শুরু করব। আমরা মূলত ভবনটির বেজমেন্টে অভিযান পরিচালনা করব।’

বিস্ফোরণে ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৮ জন।  তারমধ্যে ১৭ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মো. সুমন (২১), ইসহাক মৃধা (৩৫), মুনসুর হোসেন (৪০), মো. ইসমাইল (৪২), আল আমিন (২৩), রাহাত (১৮), মমিনুল ইসলাম (৩৮), নদী বেগম (৩৬), মাঈন উদ্দিন (৫০), নাজমুল হোসেন (২৫), ওবায়দুল হাসান বাবুল (৫৫), আবু জাফর সিদ্দিক (৩৪), আকুতি বেগম (৭০), মো. ইদ্রিস (৬০), হৃদয় (২০), নুরুল ইসলাম ভূঁইয়া ৫৫), মো. সিয়াম (১৯)। নিহত ১৬ জনের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর গুলিস্তানের এক পাঁচ তলা ভবনে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এ সময় ওই ভবনের দেয়াল ও জানালার গ্লাস রাস্তায় ভেঙে পড়ে। বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুই শতাধিক।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ