বিএনএ ডেস্ক, ঢাকা: চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে মাদকের মামলা চলবে। মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করে এ আদেশ দেন চেম্বার আদালত।
মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান হাইকোর্টের আদেশ স্থগিত করেন।
আদালতে পরীমনির পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও সৈয়দা নাসরিন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।
পরীমনির আবেদনের শুনানি করে মঙ্গলবার (২ মার্চ) রুলসহ এই স্থগিতাদেশ দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ। আদেশে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে আদালত।
এই স্থগিতাদেশ বাতিল চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। ওই আপিলের শুনানি শেষে চেম্বার আদালত মঙ্গলবার আদেশ দেন।
গত ৫ জানুয়ারি এ মামলা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বর্তমানে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।
গত বছরের ৪ আগস্ট পরীমনির রাজধানীর বনানীর বাসায় অভিযান চালায় র্যাব। পরে তাকে গুলশান থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়। এ মামলায় তিন দফায় ৭ দিনের রিমান্ডে ছিলেন তিনি। ২৭ দিন জেল খাটার পর জামিনে কারামুক্ত হয় আলোচিত এ নায়িকা।
বিএনএ/এ আর