18 C
আবহাওয়া
২:৪৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » করোনায় বিশ্বে আরও ৭৬২১ জনের মৃত্যু

করোনায় বিশ্বে আরও ৭৬২১ জনের মৃত্যু

রোনা আপডেট: বিশ্বে ২৪ ঘন্টায় মৃত্যু প্রায় ২ হাজার

বিএনএ বিশ্ব ডেস্ক: বিশ্বজুড়ে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৭ হাজার ৬২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ লাখ ২৭ হাজার ৫৫ জনে। একই সময়ে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৩ লাখ ৭৪ হাজার ৪২২ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৪ কোটি ৭৯ লাখ ৮৫ হাজার ৯১৭ জনে।

মঙ্গলবার (৮ মার্চ) সকাল সাড়ে আটটায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মারা গেছেন ৯ লাখ ৮৫ হাজার ৯১৪ জন। দেশটিতে এ পর্যন্ত ৮ কোটি ৯ লাখ ৭৯ হাজার ৯৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ওই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ২৯ লাখ ৭০ হাজার ৪৫৪ জনের। তাদের মাঝে মৃত্যু হয়েছে ৫ লাখ ১৫ হাজার ২৪১ জনের। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৯০ লাখ ৬৯ হাজার ৪৬৯ জনের। তাদের মাঝে মারা গেছেন ৬ লাখ ৫২ হাজার ৪১৮ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ