রায়হান সিকদার,লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ ঋতুরাজ বসন্ত মানেই গাছে গাছে চোখজুড়ানো বাহারি ফুলে ফুলে ভরে উঠার মাস।এজন্যই বসন্তের আরেক নাম পুষ্পঋতু।বসন্তেই নানা রকমের ফলের গাছে ফুল আসে আর সে ফুল থেকে ফল হয়ে আমাদের মাঝে আসে মধুমাস জৈষ্ঠ্যে।বর্তমানে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার প্রত্যেকটি এলাকার আম গাছগুলোতে ব্যাপকভাবে এসেছে আমের মুকুল।সেই সঙ্গে বাতাসে ছড়াচ্ছে চোখজুড়ানো মুকুলের মনমাতানো ম-ম গন্ধ।
আম চাষি শেখ আহমদ জানান, এ বছর গাছে ব্যাপকভাবে আমের মুকুল এসেছে।বর্তমানে আমরা মুকুল পরিচর্যা করছি।আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে ভালো লাভবান হবো।
লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, এই উপজেলা আম চাষের জন্য বিখ্যাত না হলেও কিছু কিছু এলাকায় বাণিজ্যিকভাবে আমের আবাদ হয়।এবছর লোহাগাড়ায় ১২৫ হেক্টর জমিতে আমের চাষাবাদ হচ্ছে।এর থেকে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৯৮ মেট্রিক টন।
বিএনএনি উজ২৪/ রায়হান সিকদার, এসজিএন