26 C
আবহাওয়া
৭:৩৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » কারাগারে বন্দি নিখোঁজের ঘটনায় জেলার প্রত্যাহার, ২ কারারক্ষী বরখাস্ত

কারাগারে বন্দি নিখোঁজের ঘটনায় জেলার প্রত্যাহার, ২ কারারক্ষী বরখাস্ত


বিএনএ ডেস্ক:চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে রুবেল নামের এক বন্দি নিখোঁজ হওয়ার ঘটনায় কারাগারের জেলার রফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

একই ঘটনায় দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত এবং সহকারী প্রধান কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। একই ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

রোববার (৭ মার্চ) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় ডিআইজি প্রিজন্স একেএম ফজলুল হক এসব তথ্য নিশ্চিত করেন।

ডিআইজি প্রিজন্স জানান, কারাগার থেকে হত্যা মামলার বন্দি হাজতি রুবেল শনিবার সকাল থেকে নিখোঁজ রয়েছে। কারগারে ব্যাপক তল্লাশি চালিয়ে তার সন্ধান না পাওয়ায় সে পালিয়ে গেছে ধারণা করে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছে কারা কর্তৃপক্ষ।

এই ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে প্রাথমিকভাবে জেলার রফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া কারারক্ষী নাজিম উদ্দিন ও সহকারী কারারক্ষী ইউনুস মিয়া সাময়িক বরখাস্ত করা হয়েছে। সহকারী প্রধান কারারক্ষী কামাল হায়দারের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।

Loading


শিরোনাম বিএনএ