25 C
আবহাওয়া
৮:১৪ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » আমরা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেব না : রিজভী

আমরা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেব না : রিজভী


বিএনএ, ঢাকা : বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিএনপি সরকারের গঠনমূলক সমালোচনা করতে পারে। কিন্তু দলটি সরকারকে ব্যর্থ হতে দেবে না। কারণ সরকার গঠিত হয়েছিল ছাত্র-নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের পক্ষে থাকা দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) উপ-প্রধান বার্তা সম্পাদক জি এম রাজীব হোসেনের ‘দ্রোহের গ্রাফিতি: ২০২৪ গণঅভ্যুত্থান’ বইটি অমর একুশে বইমেলা, ২০২৫ উপলক্ষে প্রকাশিত হয়েছে। বাসস-এর উপ-প্রধান বার্তা সম্পাদক জুনান নিশাত অনুষ্ঠানটি সঞ্চলনা করেন।

রিজভী বলেন,একদিকে, আমরা অন্তর্বর্তী সরকারের গঠনমূলক সমালোচনা করছি। অন্যদিকে, আমরা একে অপরের পাশে বসে আলোচনা করছি। এটি গণতান্ত্রিক রীতি। কিন্তু আমরা সরকারকে ব্যর্থ হতে দেব না।

রিজভী আরও বলেন, সরকারের সমালোচনা করার কারণে এখন আমাদের জেলে যেতে হবে না। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা জোরপূর্বক গুমের শিকার হতে হবে না। দমন-পীড়ন ও মিথ্যা মামলার মুখোমুখি হতে হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর এই পরিবর্তন এসেছে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বাসস-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী, জাতীয় প্রেসক্লাব (জেপিসি) সভাপতি হাসান হাফিজ, দৈনিক আমার দেশ-এর নির্বাহী সম্পাদক ও লেখক সৈয়দ আবদাল আহমেদ, সাংবাদিক রওনক হাসান ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব নুরুল করিম ভূঁইয়াও বক্তব্য দেন।

রুহুল কবির রিজভী দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার, জনগণের মুক্ত চিন্তাভাবনার অধিকার ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, ‘দেশে যদি গণতন্ত্র বিরাজ করে, তাহলে অনেক কিছুই করা সম্ভব। এমনকি যদি সমাজে গণতন্ত্র বিরাজ করে, তবে দুর্ভিক্ষও কাটিয়ে ওঠা সম্ভব।’

একটি সফল বিপ্লবের পর প্রতি-বিপ্লবের সুযোগ থাকতে পারে- উল্লেখ করে যাতে ‘ফ্যাসিবাদী শক্তি’ এই ফাঁকগুলো থেকে সুবিধা নিতে না পারে সেজন্য তিনি সকল গণতান্ত্রিক শক্তিকে সতর্ক থাকার আহ্বান জানান।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ