32 C
আবহাওয়া
১:০০ অপরাহ্ণ - আগস্ট ২, ২০২৫
Bnanews24.com
Home » ইজতেমায় ৫ মুসল্লির মৃত্যু

ইজতেমায় ৫ মুসল্লির মৃত্যু

বিশ্ব ইজতেমায় বিদেশী ৩৫২০ মুসল্লি

বিএনএ, গাজীপুর : গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ৫ জন মুসল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত ইজতেমায় অংশ নেওয়া পাঁচ মুসল্লির মৃত্যু হয় বলে জানা গেছে।

বার্ধক্য জনিত কারণে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম।

মৃত মুসল্লিরা হলেন, শেরপুর জেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত মোহাম্মদ মফিজ উদ্দিনের ছেলে মোহাম্মদ আবুল কালাম (৬৫), নেত্রকোনা জেলার কুতুবপুর গ্রামের মৃত মোহাম্মদ সুলতান উদ্দিনের ছেলে মো. আব্দুল হেলিম মিয়া (৬৫) ও দিনাজপুর জেলার শিবনগর গ্রামের ইউসুফ উদ্দিনের ছেলে মোহাম্মদ জহির উদ্দিন (৭০)। অপর দুইজনের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, বৃহস্পতিবার দুপুরের পর থেকে মাগরিব পর্যন্ত বার্ধক্য জনিত কারণে ইজতেমার দ্বিতীয় পর্বে আগত পাঁচ মুসল্লির মৃত্যু হয়েছে। তাদের ভেতর তিনজনের পরিচয় পাওয়া গেছে।  অপর দুজনের পরিচয় তাৎক্ষণিক ভাবে জানা যায় নি।

বৃহস্পতিবার যোহরের পরে পাকিস্তানের মাওলানা হারুনের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। পরে বয়ানের বাংলা তরজমা করেন কাকরাইল মসজিদের মাওলানা আজিম উদ্দিন।

আগামী ১১ ফেব্রুয়ারি (রোববার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমার আনুষ্ঠানিকতা।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ