34 C
আবহাওয়া
৭:০০ অপরাহ্ণ - জুলাই ৮, ২০২৪
Bnanews24.com
Home » পাকিস্তানে নির্বাচনি সহিংসতায় নিহত ৫

পাকিস্তানে নির্বাচনি সহিংসতায় নিহত ৫


বিএনএ,ডেস্ক : কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও পাকিস্তানে নির্বাচনের দিন দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে বোমা হামলা ও গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার(৮ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স  এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার কুলাচি এলাকায় পুলিশি টহল গাড়ি লক্ষ্য করে বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।  এ ঘটনায় চার পুলিশ সদস্য নিহত হয়েছেন।

এ দিকে  বালুচিস্তানের বিভিন্ন অংশেও গ্রেনেড হামলার খবর পাওয়া গেছে। মাকরান বিভাগের কমিশনার সাইদ আহমেদ উমরানি রয়টার্সকে বলেছেন, সেখানে কোনও হতাহতের ঘটনা না ঘটায় ভোটগ্রহণে প্রভাব পড়েনি।

এর আগে বুধবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বালুচিস্তানে নির্বাচনী প্রার্থীদের অফিসের কাছে দুটি বিস্ফোরণে অন্তত ২৬ জন নিহত হন। পরে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বালুচিস্তানে বোমা হামলার দায় স্বীকার করে।

এদিকে বৃহস্পতিবার সকালে ভোট শুরু হওয়ার সাথে সাথে দেশজুড়ে মোবাইল পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রী জানিয়েছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ খারাপ হওয়ায় সাময়িকভাবে মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ