বিএনএ, সাতকানিয়া(চট্টগ্রাম): সাতকানিয়ায় লাইসেন্সবিহীন যান চলাচল বন্ধে এক অভিযানে ৩ টি মামলায় মোট ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং লাইসেন্স বিহীন গাড়ি না চালানোর জন্য সতর্কতামূলক নির্দেশনা প্রদান করা হয়।
বুধবার(৭ ফেব্রুয়ারি ২০২৪) সাতকানিয়া উপজেলার ঠাকুরদীঘি এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
লাইসেন্স বিহীন গাড়ি চালানোর অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে সড়ক পরিবহন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় জনৈক নুরুল আলমের পুত্র মো: সোহেল (২২), শামসুল আলম এর পুত্র মো: হামিদ(২৩), ফকির আহমদের পুত্র মো সিফাত(২২) কে প্রত্যেক অপরাধীকে ৫হাজার টাকা করে ৩ টি মামলায় মোট ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।
উক্ত অভিযানে পুলিশ বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।
বিএনএ, এসএমএনকে, এসজিএন