22 C
আবহাওয়া
৫:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » এইচএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে

এইচএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে

এইচএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে

বিএনএ: এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল গত বছরের চেয়ে কিছুটা খারাপ বলা যায়। এ বছর পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে।

২০২২ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় সব শিক্ষা বোর্ড মিলিয়ে পাস করেছে ৮৫ দশমিক ৯৫ শতাংশ শিক্ষার্থী। যা গত বছর যা ছিল ৯৫ দশমিক ২৬ শতাংশ। সেই হিসাবে পাসের হার কমেছে ৯ দশমিক ৩১ শতাংশ।

এবছর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৭৬ হাজার ২৮২ শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ৮০ হাজার ৫৬১ জন আর মেয়ে ৯৫ হাজার ৭২১ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিলো ১ লাখ ৮৯ হাজার ১৬৯ শিক্ষার্থী। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১২ হাজার ৮৮৭ জন।

এবছর  শতভাগ পাস করা প্রতিষ্ঠান ১ হাজার ৩৩০টি, একজনও পাস করেনি এমন প্রতিষ্ঠান ৫০টি। ২০২১ সালে শতভাগ পাস করা প্রতিষ্ঠান ছিল ১ হাজার ৯৩৪টি আর কেউ পাস না করা প্রতিষ্ঠান ছিল ৫টি।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বিস্তারিত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানান, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সংবাদ সম্মেলনে উচ্চমাধ্যমিকের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরে মন্ত্রী জানান, এ বছর ছাত্রের চেয়ে ২ দশমিক নয় পাঁচ শতাংশ ছাত্রী বেশি পাস করেছে। জিপিএ-৫ বেশি পেয়েছে ১৫ হাজার ১৬০ জন ছাত্রী।

শিক্ষামন্ত্রী জানান, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নেয় ৯ লাখ ৬৯ হাজার ৩৩৮ জন শিক্ষার্থী। সেখান থেকে পাস করেছে ৮ লাখ ১৭ হাজার ২৩০ জন। ছেলেদের মধ্যে উত্তীর্ণ ৩ লাখ ৮৯ হাজার ৯৯৯ জন। মেয়েদের মধ্যে পাস করেছে ৪ লাখ ২৭ হাজার ২৩১ জন। পাসের হার ৮৪ দশমিক ৩১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫৯ হাজার ৭৫৫ জন। এর মধ্যে ছেলে ৭২ হাজার ৫১৯ জন আর মেয়ে ৮৭ হাজার ২৩৬ জন।

মাদরাসা বোর্ডে আলিম পরীক্ষা দেয় ৯০ হাজার ২৬৬ জন। পাস করেছে ৮৩ হাজার ৫৫৩ জন। এর মধ্যে ছেলে ৪৫ হাজার ৪৭১ জন আর মেয়ে ৩৮ হাজার ৮২ জন। পাসের হার ৯২ দশমিক ৫৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৪২৩ জন। এর মধ্যে ছেলে ৫ হাজার ১৬৪ আর মেয়ে ৪ হাজার ২৫৯ জন।

কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষায় দেয় ১ লাখ ১৭ হাজার ৭৮৩ জন। পাস করেছে ১ লাখ ১১ হাজার ২০৪ জন। এর মধ্যে ছেলে ৭৯ হাজার ৭৭৪ জন আর মেয়ে ৩১ হাজার ৪৩০ জন। পাসের হার ৯৪ দশমিক ৪১ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ১০৪ জন। এর মধ্যে ছেলে ২ হাজার ৮৭৮ জন আর মেয়ে ৪ হাজার ২২৬ জন।

সাধারণ ৯ শিক্ষা বোর্ডের মধ্যে, ঢাকা বোর্ডে পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৭৬ হাজার ৯৩৪ জন শিক্ষার্থী। সেখান থেকে পাস করেছে ২ লাখ ৪৩ হাজার ২২১ জন। পাসের হার  ৮৭.৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬২ হাজার ৪২১ জন।

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী
এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী

রাজশাহী বোর্ডে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২৬ হাজার ৭০০ জন। পাস করেছে ১ লাখ ৩ হাজার ৩৮৫ জন। পাসের হার ৮১.৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২১ হাজার ৮৫৫ জন।

কুমিল্লা বোর্ডে পরীক্ষায় অংশ নেয় ৮৫ হাজার ৮৮০ জন। পাস করেছে  ৭৭ হাজার ৯০৭ জন।পাসের হার ৯০.৭২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৯৯১ জন।

যশোর বোর্ডে পরীক্ষায় অংশ নেয় ৯৮ হাজার ২৬৯ জন। পাস করেছে ৮২ হাজার ৫০১ জন। পাসের হার ৮৩.৯৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৮,৭০৩ জন।

চট্টগ্রাম বোর্ডে পরীক্ষায় অংশ নেয় ৯১ হাজার ৯৬০ জন। পাস করেছে ৭৪ হাজার ৩২ জন। পাসের হার ৮০.৫০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৬৭০ জন।

বরিশাল বোর্ডে পরীক্ষায় অংশ নেয় ৬১ হাজার ৮৮৫ জন। পাস করেছে ৫৩ হাজার ৮০৭ জন। পাসের হার ৮৬.৯৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৩৮৬ জন।

সিলেট বোর্ডে পরীক্ষায় অংশ নেয় ৬৬ হাজার ৪৯১ জন। পাস করেছে ৫৪ হাজার ১১২ জন। পাসের হার ৮১.৪০ শতাংশ আর জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৮৭১ জন।

দিনাজপুর বোর্ডে পরীক্ষায় অংশ নেয় ৯৯ হাজার ৭০৫ জন। পাস করেছে ৭৮ হাজার ৮৪৯ জন। পাসের হার ৭৯.০৮ শতাংশ আর জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৩০ জন।

ময়মনসিংহ বোর্ডে পরীক্ষায় অংশ নেয় ৬১ হাজার ৫১৪ জন। পাস করেছে ৪৯ হাজার ৪০৬ জন। পাসের হার ৮০.৩২ শতাংশ আর জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ২৮ জন।

মাদরাসা বোর্ডে পরীক্ষায় অংশ নেয় ৯০ হাজার ২৬৬ জন। পাস করেছে ৮৩ হাজার ৫৫৩ জন। পাসের হার ৯২.৫৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৪২৩ জন।

কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ১৭ হাজার ৭৮৩ জন। পাস করেছে ১ লাখ ১১ হাজার ২০৪ জন। পাসের হার ৯৪.৪১ শতাংশ আর জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ১০৪ জন।

এছাড়া বিদেশে ৮ কেন্দ্রে ২২৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। সেখান থেকে পাস করেছে ২১৮ জন।

এ বছর বন্যাসহ বিভিন্ন কারণে পিছিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ৬ নভেম্বর। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী। তখন আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
প্রবাসীদের স্বজনদের জন্য শাহজালালে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন দেশীয় জাত সংরক্ষণে বিএলআরআইকে ভূমিকা রাখতে হবে-মৎস্য উপদেষ্টা ছাত্র-জনতার আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে নৌ উপদেষ্টা জুলাই-আগস্ট বিপ্লবের লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ গঠন--ভূমি উপদেষ্টা গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১, আহত ৮ রাবি ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল চেয়ে আমরণ অনশনে পাঁচ শিক্ষার্থী ধেয়ে আসছে দুই ঘূর্ণিঝড় চসিকে যে দুর্নীতি হয়েছে তার শ্বেতপত্র বের হওয়া উচিত : মেয়র