25 C
আবহাওয়া
৩:২৬ অপরাহ্ণ - জানুয়ারি ১৪, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে ঠিকাদারের মরদেহ উদ্ধার

রাজধানীতে ঠিকাদারের মরদেহ উদ্ধার

মৃত্যু

বিএনএ,ঢাকা : রাজধানীর মুগদা এলাকা থেকে শেখ দাউদুল ইসলাম (৩৭) নামে এক ঠিকাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মান্নান বলেন, আমরা খবর পেয়ে সোমবার রাত ১১টায় ঘটনাস্থলে যাই। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ঢামেকে মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, আমরা গিয়ে দেখি দাউদুল বিছানার উপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তার নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। তিনি ওই বাসায় ব্যাচেলার হিসেবে ভাড়া থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করছি, স্ট্রোক করে মারা গেছেন তিনি।

মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে। দাউদুল একজন ঠিকাদার ছিলেন। দক্ষিণ মুগদার ৩০ নম্বর বাসার মিন্টু মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন তিনি। তার বাড়ি খুলনা জেলার সদরে গল্লামারি এলাকায়।

বিএনএনিউজ২৪.কম/আজিজুল/এনএএম

Loading


শিরোনাম বিএনএ