বিএনএ, সাতকানিয়া : সপ্তম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতকানিয়ার দুই ইউপিতে জয় পেয়েছে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী। সর্বশেষ খবর অনুযায়ী, চরতী ও নলুয়া ইউনিয়নে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে নৌকার প্রার্থীরা।
এর আগে সোমবার সকাল আটটা থেকে সাতকানিয়ার ১৬টি ইউনিয়নে নির্বাচন শুরু হয়। ভোটগ্রহণ শেষ হয় বিকেল চারটায়। এর মাঝে বাজালিয়া ও নলুয়ায় ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় দুজন মারা যান।
ভোট গণনা শেষে ঘোষিত ফলাফলে দেখা যাচ্ছে, নলুয়া ইউনিয়নে নৌকা প্রতীকে ৮ হাজার ৪৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. লিয়াকত আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন ১ হাজার ২৬৫ ভোট।
চরতী ইউনিয়নে নৌকার প্রার্থী মুহাম্মদ রুহুল্লাহ চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার প্রাপ্ত ভোটের সংখ্যা জানা যায়নি।
এর আগে সাতকানিয়ার চার ইউনিয়নে নৌকা প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।
নির্বাচিতরা হলেন- কেঁওচিয়ায় মো. ওচমান আলী, সাতকানিয়া সদর ইউনিয়নে মোহাম্মদ সেলিম উদ্দিন, পুরানগড়ে আ ফ ম মাহাবুবুল হক সিকদার ও মাদার্শা ইউনিয়নে আবু নঈম মোহাম্মদ সেলিম।
বিএনএনিউজ/এইচ.এম।