21 C
আবহাওয়া
১২:১৬ অপরাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » আনোয়ারায় অবৈধ ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা

আনোয়ারায় অবৈধ ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা

আনোয়ারায় অবৈধ ইট ভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারায় মোবাইল কোর্টের অভিযানে লাইসেন্স না থাকায় এবিএম নামের অবৈধ এক ইট ভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (০৮ জানুয়ারি) বুধবার বিকেলে উপজেলার বটতলী ইউনিয়নের এবিএম নামের ইট ভাটায় জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত লাইসেন্স না থাকায় এই জরিমানা করা হয়।

ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ। এসময় ইট ভাটার মালিক মোঃ শামসুল আলমকে জেলা প্রশাসক কর্তৃক লাইসেন্স গ্রহণ করার জন্য ০২ মাসের সময় বেঁধে দেওয়া হয়।

এবিষয়ে আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ বলেন,বটতলীতে এবিএম ইটভাটায় মোবাইল কোর্ট চলাকালীন সময়ে শামসুল আলম নামের এক ব্যক্তিকে ইট ভাটায় জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত লাইসেন্স না থাকার কারনে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়এবং উনাকে জেলা প্রশাসক কর্তৃক লাইসেন্স গ্রহণ করার জন্য ০২ মাসের সময় প্রদান করা হয়।জনস্বার্থে এ ধরণের মোবাইল কোর্ট এর কার্যক্রম প্রতিনিয়ত চলমান থাকবে বলে তিনি।

মোবাইল কোর্ট পরিচালনা করার সময় আনোয়ারা থানার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পরিবেশ অধিদপ্তর উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ