14 C
আবহাওয়া
১০:৩০ পূর্বাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় ক্ষতি প্রায় ২২ হাজার কোটি টাকা

২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় ক্ষতি প্রায় ২২ হাজার কোটি টাকা

২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় ক্ষতি প্রায় ২২ হাজার কোটি টাকা

বিএনএ,ঢাকা: বহুল প্রচারিত ও বিশ্বাসযোগ্য জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌ পথের দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে দেখা যায়। দেশে সড়ক দুর্ঘটনায় ২০২৪ সালে ৬ হাজার ৯ শত ২৭টি সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ২শত ৯৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ হাজার ১৯ জন। এসব দুর্ঘটনায় মানব সম্পদের ক্ষতি হয়েছে ২১ হাজার ৮শত ৮৬ কোটি ৩২ লাখ টাকা।

বুধবার (৮ জানুয়ারি) রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবেদন তুলে ধরা হয়।

প্রতিবেদনে জানানো হয়, ২০২৪ সালে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৬ হাজার ৯শত ২৭টি। নিহত ৭ হাজার ২ শত ৯৪ জন এবং আহত ১২হাজার ১৯ জন। নিহতের মধ্যে নারী ৮ শত ৯৩, শিশু ১হাজার ১ শত ৫২ জন। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলে। এই যানে ২ হাজার ৭শত ৬১টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ২ হাজার ৬ শত ৯ জন, যা মোট নিহতের ৩৫.৭৬ শতাংশ। দুর্ঘটনায় ১ হাজার ৫ শত ৩৫ জন পথচারী নিহত হয়েছেন। বিভিন্ন যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৯ শত ৮৪ জন।

বাস যাত্রী- ৩ শত ৬৯ জন, পণ্যবাহী যানবাহনের আরোহী- ৪শত ৯৯, প্রাইভেটকার-মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স-জীপ আরোহী- ৩ শত ৬৩, থ্রি-হুইলার যাত্রী -(ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান ইত্যাদি) ১হাজার ৩ শত ৯২ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-করিমন-ভটভটি-আলমসাধু-মাহিন্দ্র-টমটম)- ৩ শত ৩১ জন এবং বাইসাইকেল-প্যাডেল রিকশা আরোহী ১শত ৯৬ জন নিহত হয়েছেন।

১১৮টি নৌ-দুর্ঘটনায় ১৫২ জন নিহত, ১শত ৬১ জন আহত এবং ৩৯ জন নিখোঁজ রয়েছেন। ৩ শত ৪৭টি রেলপথ দুর্ঘটনায় ৩শত ২৪ জন নিহত এবং ২শত৭৭ জন আহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ২ হাজার ৩ শত ৫৭ টি জাতীয় মহাসড়কে, ২হাজার ৭ শত ৩৬টি আঞ্চলিক সড়কে, ৯শত ৭২টি গ্রামীণ সড়কে, ৭ শত ৮৪টি শহরের সড়কে এবং অন্যান্য স্থানে ৭৮টি সংঘটিত হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এই বিভাগে ১ হাজার ৫শত ৮২টি দুর্ঘটনায় ১ হাজার ৮ শত ৪০ জন নিহত হয়েছে। আর সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে। ৪শত ৩৫টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪ শত ৪৩ জন।

বিএনএনিউজ / আরএস

Loading


শিরোনাম বিএনএ