বিএনএ, ফেনী : ফেনীর সোনাগাজীতে স্বর্ণ ব্যবসায়ী অর্জুন চন্দ্র ভাদুড়ী হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (৬ জানুয়ারি) ভোর রাতে পিরোজপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. রাকিব ও মো. আয়নাল মাল। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেলসহ নগদ টাকা জব্দ করা হয়েছে।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব সূত্র জানায়, গত ৩০ ডিসেম্বর রাতে ডাকাতির কাজে ব্যবহৃত কালো মোটর সাইকেলসহ জাফর হাওলাদার (২৮) কে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ৬ জানুয়ারি ভোর রাতে র্যাব-৭ এবং র্যাব-৮ এর একটি যৌথ দল পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার চরদুয়ানী বাজার এলাকা হতে অজ্ঞাতনামা আসামী মোঃ রাকিব (২০) ও জেলার মঠবাড়িয়া থানার দক্ষিণ ভেচকি গ্রাম থেকে আয়নাল মাল (৩২) কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ফেনীর সোনাগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর দুপুরে প্রকাশ্যে উপজেলার চরচান্দিয়া জমাদার বাজারে বোমা ফাটিয়ে আতঙ্ক ছড়িয়ে অর্জুন জুয়েলার্সের মালিক অর্জুন চন্দ্র ভাদুড়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দোকানের শোকেস ভেঙে স্বর্ণালংকারসহ অর্ধকোটি টাকার মালামাল লুট করা হয়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে পাঠানো হয় চট্টগ্রামে। চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামের একটি হাসপাতালে ১১ দিন পর তিনি মৃত্যুবরণ করেন।
ঘটনার দুদিন পর নিহতের জামাতা রনি বণিক অজ্ঞাতপরিচয় ছয়জনকে আসামি করে সোনাগাজী থানায় মামলা করেন। পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে উপজেলার চরসাহাভিখারী গ্রামের সিরাজুল ইসলাম, মোস্তফা ও বেলাল হোসেনকে গ্রেপ্তার করে।
বিএনএনিউজ/এবিএম নিজাম উদ্দিন/এইচ.এম।