বিএনএ, বাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় একই সময় ও স্থানে বিএনপি-ছাত্রলীগের ডাকা সমাবেশের কারণে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। শনিবার (০৮ জানুয়ারি) ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত পৌর এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে ভোর থেকেই ফুলবাড়ীয়া কনভেনশন সেন্টারের আশপাশ এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও সমাবেশ আয়োজকরা জানান, গত কয়েক দিন আগে জেলা বিএনপির পক্ষ থেকে শহরের ফুলবাড়ীয়া কনভেনশন সেন্টারের সামনে বিএনপির পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সমাবেশ আহ্বান করা হয়।
দুটি রাজনৈতিক দল পাল্টাপাল্টি সমাবেশ করার ব্যাপারে অনড় থাকায় রাজনৈতিক পরিবেশ অনেকটা ঘোলাটে হতে থাকে। পরে গতকাল শুক্রবার দুপুরে জেলা বিএনপি চার শীর্ষ নেতাকে আটক করে পুলিশ।
জানা গেছে, ১৪৪ ধারা জারির কারণে ব্রাহ্মণবাড়িয়া থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে করে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। শনিবার সকাল সাড়ে ১০টায় পৈরতলা বাসস্ট্যান্ডে গিয়ে সব বাসের কাউন্টারগুলো বন্ধ পাওয়া গেছে। শহরের ভাদুঘর পৌর বাস টার্মিনাল থেকেও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।
বিএনএনিউজ/এইচ.এম।