26 C
আবহাওয়া
২:০৮ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » খাঁটি খেজুরের গুড় চিনবেন যেভাবে

খাঁটি খেজুরের গুড় চিনবেন যেভাবে

খাঁটি খেজুরের গুড় চিনবেন যেভাবে

বিএনএ, ঢাকা : পৌষ মাস চলছে, শীতে ঘরে ঘরে চলছে পিঠা-পুলির উৎসব। মিষ্টি পিঠা বানাতে বেশি প্রয়োজন হয় খেজুরের খাঁটি গুড়। কিন্তু বাজারে অনেক ভেজার গুড় থাকায় খাঁটি গুড় চেনাটা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

খাঁটি খেজুরের গুড় দিয়ে পিঠা বানালে খাবারের স্বাদ ও গন্ধ থাকে অটুট। তবে গুড়ে আদৌ কোনো ভেজাল আছে কিনা তা সহজেই বোঝা যায় কিছু কৌশল মেনে চললেই।

আসুন জেনে নিই কীভাবে চিনবেন খেজুরের খাঁটি গুড়-

১. কেনার সময় একটু গুড় ভেঙে মুখে দিয়ে দেখুন। জিভে নোনতা স্বাদ লাগলে বুঝবেন এই গুড় খাঁটি নয়।

২. গুড় কেনার সময় গুড়ের ধারটা দুই আঙুল দিয়ে চেপে দেখবেন। যদি নরম লাগে, বুঝবেন গুড়টি বেশ ভালো মানের। ধার কঠিন হলে গুড় না কেনাই বুদ্ধিমানের কাজ।

৩. যদি গুড় একটু হালকা তিতা স্বাদের হয়, তবে বুঝতে হবে গুড় বহু ক্ষণ ধরে জ্বাল দেয়া হয়েছে। তাই একটু তিতকুটে স্বাদ নিয়েছে। স্বাদের দিক থেকে এমন গুড় খুব একটা সুখকর হবে না।

৪. গুড় যদি স্ফটিকের মতো তকতকে দেখতে হয়, তবে বুঝবেন– গুড়টি যে খেজুর রস দিয়ে তৈরি করা হয়েছিল তার স্বাদ খুব একটা মিষ্টি ছিল না।

৫. সাধারণত গুড়ের রঙ গাঢ় বাদামি হয়। হলদেটে রঙের গুড় দেখলেই বুঝতে হবে তাতে অতিরিক্ত রাসায়নিক মেশানো হয়েছে।

তথ্যসূত্র: আনন্দবাজার

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ